পুরো বাংলাদেশে ‘মানবিক ডিসি’ হিসাবে পরিচিত পাওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ কে সুন্দরতম জেলা করার জন্য মঙ্গলবার (১১ মার্চ )‘ গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি উদ্ভোধন করেছেন।এ কর্মসূচির আওতায় মঙ্গলবার (১১ মার্চ) সাইনবোর্ড-চাষাড়া লিংক রোড থেকে চার ট্রাক ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে এসব ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।.
.
.
তথ্য সূত্রে আরো জানা যায়, এর আগে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কর্তৃক ''গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসূচির আওতায় ব্যানার, পোস্টার, ফেস্টুন অপসারণ কর্মসূচি পরিচালনার জন্য মঙ্গলবার ১১ মার্চ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভবিষ্যতে অননুমোদিত স্থানে যত্রতত্র পোস্টার, ব্যানার, ফেস্টুন স্থাপন না করতে নারায়ণগঞ্জ জেলার সকল ব্যক্তি, সংঘ, সংস্থা, ক্লাব, দল, সমিতি,প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত করা হলো। গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রিন নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন কর্তৃক ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: